বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং-এ “মহান বিজয় দিবস”, ২০২৩ উদযাপিত।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীন -এ যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় বিবস, 2023 পালন করা হয়। জনাব জকি আহাদ, কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীন কর্তৃক জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচীর সূচনা হয় । দুতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ, কুনমিং-এ অবস্থিত বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও ভাইস কনসাল, কুনমিং এ বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন সমাপনান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অতঃপর মহামন্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বানী পাঠ করে শোনানো হয়।
জনাব জকি আহাদ, কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীন এর সভাপতিত্ব আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে বাংলাদেশের ইতিহাসে ও এ দিবসের তাৎপর্য এবং বাংলাদশের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মহমানের অবিসংবাদিত নেতৃত্বের কথা তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। মহান মুক্তিসংগ্রামে আমাদের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, মহীদ মুক্তিযোদ্ধাসহ যারা দেশ মাতৃকার জন্য জীবন দিয়েছেন, সম্মানহানী এবং নির্যাতনের শিকার হয়েছেন তাঁদের কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং আর্থ-সামাজিত অগ্রগতির বিষয়ে আমন্ত্রিত অতিথিদের অবহিত করেন। তিনি উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এ বিজয় দিবসে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জলকরণে অবদান রাখার জন্য সকল প্রবাসী বাংলাদদেশী শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথিগণ বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির ভুয়সী প্রশংসা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীগণের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।