সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীন এ মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত।
কুনমিং, চীন, ২১ ফ্রেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীন -এ যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস, ২০২৪ পালন করা হয়।
একুশের প্রথম প্রহরে কনসাল জেনারেল জনাব জকি আহাদ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কর্মকর্তা ও কর্মচারীদের সহ জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণের মাধ্যমে এ দিবসের কর্মসুচি সূচনা করেন। এ বছরের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয় কুনমিং ইন্টারন্যাশনাল একাডেমি স্কুলে। উক্ত অনুষ্ঠান বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরবেশন এর মাধ্যমে শুরু করা হয়। আমেরিকা, বাংলাদেশ, কানাডা, চীন, ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি, হংকং, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, সুইডেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এর শতাধিক শিক্ষক, শিক্ষার্থির উপস্থিতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, কুনমিং, চীন কর্তৃক নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভিন্ন দেশের শিক্ষার্থিরা সারিবদ্ধভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা প্রদান করে।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় এক মিনিট নিরবতা পালন , মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস, ২০২৪ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদানকৃত বাণী পাঠ করা হয় এবং অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা ।
কনসাল জেনারেল জনাব জকি আহাদ আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যে বাংলাদেশের ইতিহাসে মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্ব ও অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বলেন ফেব্রয়ারির রক্তঝরা পথ বেয়েই অর্জিত হয় মাতৃভাষা বাংলার স্বীকৃতি এবং এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে আসে বাংলাদেশের চিরকাঙ্খিত স্বাধীনতা। কনসাল জেনারেল জনাব জকি আহাদ তাঁর তথ্যবহুল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থিদের নিকট ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও সংস্কৃতির সঠিক উপস্থাপন করেন।
কুনমিং ইন্টারন্যাশনাল একাডেমি স্কুলের পরিচালক মিস মেরিনা লাইটেল মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস, ২০২৪ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তথ্যবহুল উপস্থাপন করেন যা কোমলমতি শিক্ষার্থিদের দিবসটি সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ করে দেয়।
আলোচনা শেষে কুনমিং ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত ও পাঠদানরত আমেরিকা, বাংলাদেশ, কানাডা, চীন, ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি, হংকং, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, সুইডেন, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এর শতাধিক শিক্ষক ও ছাত্র-ছাত্রী কর্তৃক নিজ নিজ মাতৃভাষার গান, কবিতা, ইতিহাস ও সংস্কৃতি উপস্থাপন করেন যা মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের অনুষ্ঠানটিকে সবার নিকট গ্রহণযোগ্য করে তোলে।
মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আগত অতিথি ও ছাত্র-ছাত্রীদের আপ্যায়ন করানো করা হয়।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল
কুনমিং, চীন।